নদীতে মাছ ধরতে গিয়ে এক দিন পর লাশ হয়ে ফিরলেন সোনাগাজীর আবদুর শুক্কুর
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ছোট ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে এক দিন পর লাশ হয়ে ফিরলেন ফেনীর সোনাগাজীর রং মিস্ত্রি আবদুর শুক্কুর (৫৫)।
তিনি উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়ার বাসিন্দা। শনিবার দুপুরে ছোট ফেনী নদীর তীর বালুয়ার চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। রং এর কাজ না থাকলে তিনি নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেন। ৭ নভেম্বর শুক্রবার ভোর পাঁচটার দিকে ছোট ফেনী নদীতে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। পরে শনিবার দুপুরে তার লাশের সন্ধান পান। তার নিকটাত্মীয় ব্যবসায়ী জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, তিনি নদীতে জাল মারার পর জাল ঝাঁকের মধ্যে আটকে গেলে তিনি নতীতে নেমে খুলতে গিয়ে নদীর পানিতে ডুবে মারা যান।
তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই পারিবারিক সিদ্ধান্তে সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যকালে তিনি তিন পুত্র, এক কন্যা ও এক স্ত্রী রেখে গেছেন।