নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
নড়াইল প্রতিনিধি

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা তাজুল ইসলাম মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে গণসংযোগ করেছেন।
রবিবার সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী বিভিন্ন এলাকায় শোভাযাত্রা ও গণসংযোগ করেন।
সকালে তিনি নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদ চত্বর থেকে মোটর সাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা সহকারে তিনি লোহাগড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ও নড়াইল সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় যান এবং ভোটারদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। শোভাযাত্রা চলাকালে দলীয় নেতৃবৃন্দ মাইক ও ফেস্টুন নিয়ে হাতপাখা প্রতীকের প্রার্থীর জন্য দোয়া ও ভোট কামনা করেন। প্রার্থী তাজুল ইসলাম হাতে জাতীয় পতাকা নিয়ে জনগণকে শুভেচ্ছা জানান।
শোভাযাত্রায় এ সময় উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ হাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সহসভাপতি মাওলানা আব্বাস আলী, সাধারণ সম্পাদক মুফতি নেওয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হুসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আসিফ মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা।
মাওলানা তাজুল ইসলাম বলেন, আগামি সংসদ নির্বাচনে ভোটাররা সুষ্ঠু সুন্দর পরিবেশে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। উন্নয়নবঞ্চিত নড়াইলের উন্নয়ন করতে চাই। তিনি নড়াইলের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ, নদীভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থাসহ নড়াইলের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন।