৭ ও ৮ নং ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে জনতার এমপি মোস্তাফিজুর রহমান

জনি আহমেদ, নিয়ামতপুর ‎নওগাঁ :

‎নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জনতার এমপি মোস্তাফিজুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল ভোটারদের সমর্থন লাভে প্রচার-প্রচারণা জোরদার করেছেন।

‎তিনি সোমবার (১১ নভেম্বর ২০২৫) নিয়ামতপুর উপজেলার ৭ ও ৮ নং ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।

‎এ সময় তিনি বলেন,আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। উন্নয়ন ও মানুষের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য।

‎জনতার এমপি মোস্তাফিজুর রহমানের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

‎স্থানীয়রা জানান,জনতার এমপি মোস্তাফিজুর রহমানের কর্মতৎপরতা ও জনসম্পৃক্ততা দেখে আমরা আশাবাদী। তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

‎দিনব্যাপী এ কর্মসূচিতে ৭ ও ৮ নং ইউনিয়নের জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

আরো দেখুনঃ