আ.লীগের লকডাউন কর্মসূচি কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
অনলাইন ডেস্ক।।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ টহলসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর প্রস্তুতি চলছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, গত ১১ দিনে রাজধানীর ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ এবং গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি বলেন, “১৩ নভেম্বর নিয়ে আতঙ্কের কিছু নেই। ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে সব বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করেছেন।
সরকার দাবি করছে, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনাগুলোর পেছনে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে নাশকতা চালানো হচ্ছে। তবে আওয়ামী লীগ নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেন, “সরকারের মদদপুষ্ট সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোই এসব ঘটাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতে।”
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও মুখপাত্র আলী আরাফাত জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে ‘ভুয়া রায় দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদেই’ তারা ঢাকায় শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচি পালন করবেন।
উল্লেখ্য, ১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে ঘিরেই উত্তেজনা বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, “আওয়ামী লীগ তাদের নেত্রীর মামলার বিষয়টিকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তবে রাজনৈতিক মীমাংসা না হলে এ ধরনের অস্থিরতা চলতেই থাকবে, যা শুধু নিরাপত্তা ব্যবস্থায় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।