হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ আজ
অনলাইন ডেস্ক।।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায়ের তারিখ আজ (বৃহস্পতিবার) নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলাটিতে আসামিদের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে প্রসিকিউশন।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ আজ রায় ঘোষণার দিন ঠিক করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন তারা। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন যিনি পরবর্তীতে রাজসাক্ষী হয়েছেন, তার বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।
তিনি অভিযোগ করেন, বিচারকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে আওয়ামী লীগ দেশ-বিদেশে অপচেষ্টা চালাচ্ছে। তবে ট্রাইব্যুনাল স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার কার্যক্রম পরিচালনা করছে বলে জানান মিজানুল ইসলাম।
গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। পরবর্তীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়।
প্রসিকিউশন পাঁচটি অভিযোগে তিনজনকে অভিযুক্ত করে। এসব অভিযোগের মধ্যে রয়েছে—১৪ জুলাই আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাঈদের হত্যা, রাজধানীতে গুলি করে ছয়জনকে হত্যা ও আশুলিয়ায় ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যা।
গত ২৩ অক্টোবর মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল জানায়, আজ ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন জানানো হবে।
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।