আ’লীগের নেতাকর্মীরা জনগণের জানমালের ক্ষতি করলে ছাড় দেয়া হবে না: অধ্যাপক রেজাউল করিম
নজরুল ইসলাম শুভ,সোনারগাঁও নারায়ণগঞ্জ:

আ’লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনকালে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি কাঁচপুর এসএস পাম্প থেকে শুরু করে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে ফ্লাইওভার ব্রিজের নিচে এসে শেষ হয়।
অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কয়েক’শ নেতাকর্মী অংশগ্রহণ করেন। তিনি বলেন, আ’লীগের সকল নেতাকর্মীরা আপনারা চুপচাপ ঘরে বসে থাকেন। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করতে চেষ্টা করলে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। বর্তমান পরিস্থিতিতে উপজেলা বিএনপিসহ জনগণকে ঐক্যবদ্ধ থেকে যেকোন ধরনের নৈরাজ্য প্রতিহত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল প্রমুখ।