সন্ত্রাস মুক্ত সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ গড়ার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অঞ্জন দাস

নজরুল ইসলাম শুভ সোনারগাঁও নারায়ণগঞ্জ

গণসংহতি আন্দোলনের এমপি প্রার্থী অঞ্জন দাস নারায়ণগঞ্জ-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস প্রচারণার প্রথম কর্মসূচি হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

অঞ্জন দাস বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনের মানুষ বহু বছর ধরে যে অবহেলা, সন্ত্রাস, ভূমিদস্যুতা আর দখলদারিত্বের দৌরাত্ম্য সহ্য করে এসেছে। এটা আর চলতে দেওয়া যায় না। যারা এই এলাকায় জনগণের জমি, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য, শান্তিপূর্ণ জীবনকে জিম্মি করে রেখেছে, তাদের বিরুদ্ধে জনগণের পক্ষের রাজনীতিই হবে সবচেয়ে বড় প্রতিরোধ। নারায়ণগঞ্জ–০৩ আসনকে মুক্ত করতে হলে জনগণের ভোটই হবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র”।

গণসংযোগটি চিটাগাং রোড থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে মৌচাক এলাকায় এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নিয়ামুর রশিদ বিপ্লব, আলঙ্গীর হোসেন আলম, পপি রাণী সরকার, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মো: জিয়াউর রহমান, সদস্য সচিব মো: সোহাগ সোনারগাঁও উপজেলার আহ্বায়ক এম এইচ প্রান্ত ও সাধারণ সম্পাদক মো: মোবাশ্বির হোসাইন, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী সহ জেলার অন্যান্য নেত্রীবৃন্দ।

আরো দেখুনঃ