সোনারগাঁয়ে বিধবা নারীকে তরুণ দলের সভাপতির কুপ্রস্তাব, রাজি না হওয়ায় হামলা, আহত ১
নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতির বিরুদ্ধে মুক্তা আক্তার (৩০) নামে এক বিধবা নারীর বসতভিটা দখলের চেষ্টা ও হামলার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারীর বড়ভাই বাদি হয়ে বাগবাড়িয়া গ্রামের আরিফ মোল্লা (৩২) এর বিরুদ্ধে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মুক্তা আক্তার বলেন, আমি আরিফ মোল্লার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার বাড়ি দখলের হুমকি দেয়। আমি তার অত্যাচারে গত ৩ মাস যাবত আমি বাড়িতে থাকতে পারছি না। আজ আমার বোনের বাড়ি থেকে জরুরী মালামাল নিতে বাড়িতে আসলে সে আমার ঘরের সামনে বেড়া দিলে আমি প্রতিবাদ করায় আমার উপর আক্রমণ শুরু করে।
ভুক্তভোগী মুক্তার বড়বোন বিলকিস বেগম বলেন, আমার বোনের স্বামী মারা যাওয়ার পর থেকেই এই লম্পট বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছে। বর্তমানে সে জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তার ভয়ে এলাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে না।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান খান বলেন, এই বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।