মোল্লাহাটে কৃষি উপকরণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে

কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে প্রোগ্রাম ওয়ান এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়ান্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় প্রদর্শনীর এ উপকরণ বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান। অন্যান্যদর মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রুবেল মোল্লা, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক রায়হান শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগণ।

এ সময় সুফলভোগী ৪টি কৃষি সমিতি ভুক্ত ১৯ জন কৃষকের হাতে সরকার নির্ধারিত বরাদ্দ অনুযায়ী সার ও বীজ সহ বিভিন্ন উপকরণতুলে দেওয়া হয়।

আরো দেখুনঃ