নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে Climate Action at Local Level (CALL) প্রকল্পের উদ্যোগে “উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আবুল বাসার মোল্লা (পোজেক্ট ম্যানেজার করিতাস) এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফাইসাল নাহিদ পবিত্র,উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুলহক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ৮টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধি কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পরিকল্পনা, সচেতনতা এবং বহুমুখী উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। CALL প্রকল্প স্থানীয় জনগোষ্ঠী, কৃষক, নারী ও ঝুঁকিপূর্ণ জনগণের জীবনমান উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে কাজ করছে।
কারিতাস রাজশাহী অঞ্চলের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পকে সফল করতে সংশ্লিষ্ট সবাই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।