আমাকে মনোনয়ন দিয়েছে দল, কুমিল্লায় কিছু করে লাভ হবে না-গণসমাবেশে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী
নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা-৬( আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, আমাকে মনোনয়ন দিয়েছে দল, কুমিল্লায় কিছু করে লাভ হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ধানের শীষে ভোট দিন। আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় পুবালী চত্বরে আয়োজিত এক গণসমাবেশে তিনি এইসব কথা বলেন।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ওই গণসমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মোস্তফা জামান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. কাইমুল হক রিংকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী।
মনিরুল হক চৌধুরী তাঁর উন্নয়নের রূপরেখা তুলে ধরে বলেন, কুমিল্লা বিভাগ হবে। যদি নোয়াখালী না আসে তাহলে কুমিল্লা নিয়েই বিভাগ হবে। বৃটিশ আমল থেকে কুমিল্লায় বিমানবন্দর ছিল। ধানের শীষে আপনার ভোট দিন ইনশাল্লাহ বিমানবন্দর চালু হবে। এগুলো হলে ঢাকা শহর কুমিল্লায় চলে আসবে।
তিনি বলেন, ‘আপনারা আমাকে একবার কাজে লাগান, আমি ভালো কামলা। একবার আমাকে তোমাদের কাজে লাগাও। তিন বছরের মধ্যে গোমতী নদীর ওপর সাতটি ব্রীজ হবে। আমরা চলে যাব আড়াইহাজার হয়ে ঢাকার সাইনবোর্ডে।
আমাকে মনোনয়ন দিয়েছে দল। আবু ওয়াসিম আমাকে যখন বইতে দিছে, বাকিটা কি করতে হয় তা আমি জানি। আমি কুমিল্লার মানুষ। মানুষ আমাকে চেনে। সারা বাংলাদেশের মানুষ আমাকে চেনে।
সভায় উপস্থিত অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে উদ্দেশ্য করে বলেন, কয়টা লোক আছে ওদের ( আরেক পক্ষের সভার প্রতি ইঙ্গিত করে) গইনা দেখেন।’
মনিরুল হক চৌধুরী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের নাম উল্লেখ করে বলেন,‘ সুমনের বাবা আমাদের সঙ্গে এমপি ছিলেন। তাঁর বাবার মৃত্যুর পর আমিই প্রথম বলেছিলাম, ওকে মনোনয়ন দেওয়া হোক। সুমন এমপি হয়েছে। জেলার সভাপতি হয়েছে। জাকারিয়া তাহের সুমন আগামী দিনে মন্ত্রী হবেন।
মনিরুল হক চৌধুরী জনসভার কারণে যানজট হওয়ায় ও গাড়ি চলাচল কিছুক্ষণ বন্ধ থাকায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মেয়র মো. মনিরুল হক সাক্কুর নাম উল্লেখ করে বলেন, সে এখন দল থেকে একটু দূরে আছে। কিন্তু দলের জন্য, ধানের শীষের জন্য পাগল। আজকে মিছিল করে দলবল নিয়ে এসেছে।
গণসমাবেশ উপলক্ষে কুমিল্লা নগরের ২৭টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসেন। এই সময়ে হেমন্তের পাকা ধান নিয়ে তাঁরা হাজির হন।
এমএফ/অননিউজ