বাগমারায় অবরুদ্ধ বাবা-মাকে উদ্ধারে মেয়ের সংবাদ সম্মেলন
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী শওকত আলী প্রতিবেশি কৃষক সাইদুর রহমানের বাড়ী বাঁশের বেড়া দিয়ে ঘিরে ওই কৃষক দম্পতিকে ছয়দিন ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই কৃষক দম্পতির মেয়ে রাজশাহী মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী মোছা: শিলা আকতার।
সংবাদ সম্মেলনে মোছা: শিলা আকতার দাবি করেন, শওকত আলী গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি। তার ভয়ে গ্রামের কোন সাধারণ মানুষ তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার গ্রামের প্রভাবশালী শওকত আলী ও তার ভাই শাহজাহান আলী ক্ষমতার দাপট দেখিয়ে তাদের বাড়ীর পশ্চিম দিকের দরজার সামনে বাঁশের বেড়া দিয়ে ঘিরে তার বৃদ্ধ বাবা-মাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন।
এছাড়া অপর এক প্রতিবেশি তৈয়ব আলীর একটি বেল গাছ থেকে সবসময় বেল ঝরে পড়ে তাদের বাড়ির টিনের চালার ক্ষতি হয়। এ নিয়ে কথাকাটাকাটি হলে তৈয়ব আলী এবং শওকত আলী ও শাহজাহান আলী একজোট হয়ে তার বৃদ্ধ বাবাকে মারধর করে। তাছাড়া প্রতিহিংসার কারণে তারা একজোট হয়ে তাদের বাড়ির পূর্বদিকের দরজাও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তার বৃদ্ধ বাবা-মা বর্তমানে নিজ বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে রয়েছেন।
এ ব্যাপরে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোন প্রতিকার মিলেনি। তাই তাদের বসবাড়ির দরজার সামনে থেকে প্রতিবেশিদের দেওয়া অবৈধ বাঁশের বেড়া সরিয়ে অবরুদ্ধ বৃদ্ধ বাবা-মাকে উদ্ধারে জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক দম্পতির কলেজ পড়–য়া মেয়ে মোছা: শিলা আকতার।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আজ-কালের মধ্যেই ওই বাঁশের বেড়া সরিয়ে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।