নীলফামারীতে জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি।

জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নীলফামারী উপজেলা পরিষদ চত্তরে।
সকাল ১১ টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ নাইরুজ্জামান প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোহাম্মদ রাশিদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা:মো: এ কেএম ফরহাদ নোমান। প্রদর্শনী মেলাতে ৩০ টি খামারের ষ্টল রয়েছে। স্টল গুলোতে ভেটেনারি মেডিসিন, ডিম, ঘাস, পাখি, ঘোড়া,কবুতর,বিভিন্ন প্রজাতির পাখি,ফাউমি মুরগী,দেশি মুরগী প্রদর্শন করা হয়।