হাটগাঙ্গোপাড়ায় জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর গণসংযোগ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বুধবার বিকেলে হাটগাঙ্গোপাড়া বাজারে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে প্রচার মিছিল, গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের রাজশাহী জেলা শাখার মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সূরা সদস্য আশরাফুল হক, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ সেক্রেটারী আইনুল হক, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক বাবুল হুসাইন, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন, বাসুপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলাম, সেক্রেটারী আতাউর হমান, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী, নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর মমতাজ উদ্দিন, জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল ইসলাম, অধ্যাপক আব্দুস ছালাম, উপজেলা শিবির সভাপতি মিকদাদ হোসেন ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।

আরো দেখুনঃ