বাগেরহাটে মহিলা দল নেত্রী প্রিয়াংকা’র গণসংযোগ।
বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে জেলা মহিলা দল নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা’র গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মোল্লাহাটের গাওলা ইউনিয়নের দিগঙ্গা গ্রামে সনাতনী ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে প্রিয়াংকা উপস্থিত হয় তাদের সাথে কুশল বিনিময় করেন এবং মন্দিরের উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে প্রিয়াংকা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, অসাম্প্রদায়িক চেতনা এবং উন্নয়নকেন্দ্রিক নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। জনসংযোগে অংশ নেওয়া সমর্থকেরা বিভিন্ন স্লোগানে প্রিয়াঙ্কাকে উৎসাহ যোগান, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে অনেকে মনে করছেন।
এ সময় তিনি বলেন, আমি একজন পাইলট এবং ব্যবসায়ী। নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করার আকাঙ্ক্ষা থেকেই রাজনীতিতে এসেছি। জনগণ ঐক্যবদ্ধ হলে একটি শক্তিশালী সুশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
শিক্ষা ও নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, নতুন প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরী। দল তাঁকে সুযোগ দিলে নারীদের কর্মসংস্থান তৈরির উদ্যোগ গ্রহণ করবেন, যাতে নারীরা ঘরে বসেই আয় করতে পারেন। একই সঙ্গে তিনি স্বাস্থ্যসেবা উন্নয়ন ও জনভোগান্তি কমাতে নতুন প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দেন।
স্থানীয়দের মতে, প্রিয়াংকা এলাকায় নতুন আশার সঞ্চার করেছেন। তাঁদের বিশ্বাস, তাঁর নেতৃত্বে এলাকার রাজনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন ঘটবে।
গণ সংযোগে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম ও শেখ মো. রুহুল আমিন, উপজেলা যুবদলের সদস্যসচিব লায়ন জিয়াউর রহমানসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।