কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ প্রচারের জেরে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থীর- “গফুর ভূইয়া মিডিয়া সেল” নামে ফেসবুক পেজ থেকে
যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী ও যমুনা টেলিভিশনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় দাউদকান্দি মডেল থানার সামনে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের আয়োজনে- এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

বক্তারা বলেন, একের পর এক সাংবাদিকদের উপর হামলা, মামলা ও খুনের ঘটনায় সাংবাদিক সমাজকে আজ ভাবিয়ে তুলেছে। অথচ যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনের উপর চলতি বছরের ২১মার্চ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগির ইনজেকশন আরেক রোগীকে দিয়ে হত্যার সংবাদ কভার করতে গেলে তার উপর বর্বর হামলা, ক্যামেরা- মোবাইলসহ অন্যন্য ডিভাইস ছিনতাইয়েরপর থানায় অভিযোগ দিলেও রহস্যজনক কারনে আজও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। উদ্ধার করা হয়নি ছিনতাই হওয়া মালামালও।

অথচ ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তাকে বিএনপি ঘোষিত প্রার্থীর কর্মীরা তাকে নিয়ে অপপ্রচার ও প্রাণ নাশের হুমকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এসব ঘটনায় জড়িতদের সকল প্রমাণাদি থাকার পরেও নাঙ্গলকোট থানায় অভিযোগের ৯ দিন পার হচ্ছে। অথচ পুলিশের রহস্যজনক নিরবতায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ ও মর্মাহত।

দায়ীদের দ্রুত চিন্হিত করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিকরা প্রশাসনের ইতিবাচক সংবাদ বর্জনসহ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে ঘোষণা করেন। এসময় বক্তব্য রাখেন- মোহনা টিভির জেলা প্রতিনিধি- সাহাব উদ্দিন, আমার দেশ এর এম এইচ মোহন, কালের কণ্ঠের- ওমর ফারুক মিয়াজী, মাই টিভির- জিল্লুর রহমানসহ আরও অনেকে।

JN

আরো দেখুনঃ