ধানের শীষের প্রশ্নে সকলে আমরা ঐক্যবদ্ধ কুমিল্লা ৬ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিকে চাই- মনিরুল হক চৌধুরী

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সারাদিন কুমিল্লা জেলা – দায়রা জজ আদালত ও কালিয়াজুরি এলাকায় গণসংযোগ করেছে মনিরুল হক চৌধুরী। সকাল সাড়ে ১০ টায় তিনি কুমিল্লা আদালতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।
পরবর্তীতে কালিয়াজুরি কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ পড়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন। দোয়া শেষে কালিয়াজুরি মাজার জিয়ারত করেন । জিয়ারতের পর নগরীর ৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি এলাকায় গণসংযোগ করেন ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে, সে জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সব্যসাচী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ ধানের শীষের প্রশ্নে কুমিল্লা জেলা ও মহানগর ঐক্যবদ্ধ। কুমিল্লা ৬ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিকে চাই।
তিনি আরও বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দিন, আমি কুমিল্লা মহানগর তথা কুমিল্লা ৬ আসনের চিত্র বদলে দিবো ইনশাআল্লাহ। আমি কাজ করার মানুষ, কাজ করে যেতে চাই।

গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) কাউমুল হক রিঙ্কু, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুল ইসলাম শিশির, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

আরো দেখুনঃ