কাজে যোগদানের দুই দিনে আগেই কাতারে সোনাগাজীর যুবকের মৃত্যু
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

কাজে যোগদানের দুই দিনে আগেই কাতারে ফেনীর সোনাগাজীর মহি উদ্দিন সেন্টু (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় ২৯ নভেম্বর দিবাগত রাত একটার দিকে কাতারের আল হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
সে আমিরাবাদ ইউনিয়নের আহমদপুর গ্রামের মকবুল মৌলভী বাড়ির বাসিন্দা। সাত ভাই-বোনের মধ্যে সে পঞ্চম। তিনি আমির উদ্দিন মুন্সীর হাটের ব্যবসায়ী ছিলেন। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে গত ২০ সেপ্টেম্বর তিনি কাজের উদ্দেশ্যে ফ্রি ভিসায় কাতারে যান। প্রায় দুই মাস বেকার থাকার পর কাতার স্টেডিয়ামে চাকরিও হয়েছিল তার।
১ ডিসেম্বর থেকে কাজে যোগদানের কথা ছিল। কিন্তু গত ১৯ নভেম্বর সকালে ভাত খাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। দশ দিন চিকিৎসাধীন থাকার পর ২৯ নভেম্বর মারা যান তিনি। কাজে যোগদানও হলনা, পরিবারের আর্থিক স্বচ্ছলতাও আনা গেলোনা, দুই কন্যা ও স্ত্রীকে অকুল সাগরে ভাসিয়ে পরপারে চলে গেলেন সেন্টু। তার মৃত্যুর খবরে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার ছোট ভাই মাঈন উদ্দিন রিমন এ তথ্য নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, দেশে মেয়েদের, মা, বোন, স্ত্রী ও ভাইদেন রেখে সেখানে গিয়ে দুশ্চিন্তায় পড়ে অসুস্থ হন তিনি। তার মরদেহ দেশে আনার জন্য প্রবাসী বাংলাদেশীদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তার মরদেহ কাতারের ওই হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। সরকারি সহযোগিতা পেলে তার মরদেহ দ্রুত দেশে আনা সম্ভব হবে।