নড়াইলে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৫ উপলক্ষ্যে নড়াইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ কর্মসুচি পালিত হয়।

নড়াইল জেলায় কর্মরত বিএনএফ এর সকল সহযোগী সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে এ উপলক্ষ্যে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় রওশন আরা কবির লিলির সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শরীফ তুকরোল আমীন, গণজাগরণী সংস্থার নির্বাহী পরিচালক মিকাইল হোসেন, প্রগতি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী মিত্র, । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোভার নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ‘দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংগঠন (এনজিও) কাজ করে চলেছে। সে কারনে আমরা এনজিওগুলির কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংগঠনগুলির মাধ্যমে হতদরিদ্র উপকারভোগীরা ছাগল, গরু, সেলাইমেশিন, স্যানিটেশন, ভ্যান, শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ সহ বিভিন্ন সহযোগিতা পেয়ে থাকে। আগামীতে যাতে আরো বেশি করে সহযোগিতা করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল।’

অনুষ্ঠানে বিএনএফ এর সকল সহযোগী সংগঠন দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থা, নোভা, নবান্ন, গণজাগরণ সংস্থা ও আলোর দিশার প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ