লটারিতে কুমিল্লায় পুলিশে বড় রদবদল, ১৮ থানায় নতুন ওসি
নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হয়। এরই অংশ হিসেবে কুমিল্লা জেলায় বড় পরিসরে থানা পর্যায়ে রদবদল করা হয়েছে। জেলার মোট ১৮টি থানার সবকটিতেই নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। তবে পদায়ন তালিকায় এসব কর্মকর্তার নামের পাশে ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে।
কুমিল্লার ১৮ থানায় যেসব কর্মকর্তা নতুনভাবে দায়িত্ব পাচ্ছেন—
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় সাব্বির মোহাম্মদ সেলিম তপন,লালমাই থানায় মো: নুরুজ্জামান, চৌদ্দগ্রাম থানায় আবু মাহমুদ কাওসার হোসেন, নাঙ্গলকোট থানায় আরিফুর রহমান,দাউদকান্দি থানায় এম আব্দুল হালিম, চান্দিনা থানায় আতিকুর রহমান,বুড়িচং থানায় মুহাম্মদ লুৎফুর রহমান,দেবিদ্বার থানায় গোলাম সারওয়ার, কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তৌহিদুল আনোয়ার, সদর দক্ষিন থানায় মোহাম্মদ সিরাজুল মোস্তফা, তিতাস থানায় মুহাম্মদ আরিফ হোসাইন, বরুড়া থানায় মুহাম্মদ আজহারুল ইসলাম,লাকসাম থানায় মাকসুদ আহাম্মদ।এছাড়া মনোহরগঞ্জ থানায় শাহীনূর ইসলাম, মেঘনা থানায় শহীদুল ইসলাম, হোমনা থানায় মোরশেদুল আলম চৌধুরী, মুরাদনগর থানায় মো: হাসান জামিল খান, বাঙ্গরাবাজার থানায় মোঃ আবদুল কাদের।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (২৬ নভেম্বর) লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদায়ন সম্পন্ন করা হয়।