‘খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা’

অনলাইন ডেস্ক।।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বেগম জিয়া দেশ, জনগণ ও স্বাধীনতার সঙ্গে কখনো আপস করেননি, তাই মানুষের ভালোবাসা তার প্রতি অবিচল। তিনি দাবি করেন, দেশের স্বার্থে অতীতে অন্যায় আবদারও মেনে নিতে হয়েছে খালেদা জিয়াকে। ১৯৯৬ সালে দেশকে সহিংসতা থেকে বাঁচাতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, পরে যারা দেশে হত্যাযজ্ঞ চালিয়ে একই তত্ত্বাবধায়ক ব্যবস্থা এনেছিল, তারাই ক্ষমতায় এসে তা বাতিল করেছে।

রিজভীর অভিযোগ, জনগণের ওপর আস্থা না রেখে শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেছেন এবং অতীতে সহিংসতা সৃষ্টি করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন। তার বক্তব্যে তিনি দাবি করেন, খালেদা জিয়ার অসুস্থতার জন্যও দায়ী ওই শেখ হাসিনা।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কষ্ট বাড়ে এমন কোনো পদক্ষেপ না নিয়ে জনস্বার্থে কাজ করতে হবে।

সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ