কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা

কুমিল্লা প্রতিনিধি।।

অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের ঐতিহাসিক টাউনহল মাঠে চলছে নয় দিনব্যাপী কুমিল্লা জেলা বইমেলা ২০২৫।

এই বইমেলা শুধু বই বিক্রির আয়োজন নয়—এটি সংস্কৃতি, সাহিত্য ও শিল্পচর্চাকে কেন্দ্র করে এক অনন্য মিলনমেলা হিসেবে পরিণত হয়েছে। এ আয়োজনের ষষ্ঠ দিন, বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় কুমিল্লা আবৃত্তি সংসদের বিশেষ আবৃত্তি অনুষ্ঠান, যা দর্শক-শ্রোতাদের মন কাড়ে।

আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল ও সুলতানা পারভীন দিপালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল কর্মকর্তা এস এম টি কামরান হাসান, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি সুমনা সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ, নির্বাহী সদস্য বিপ্লব সাহা, রাজন সাহা, এস এ এম আল মামুনসহ অন্যরা।

আবৃত্তি পরিবেশনায় অংশ নেন নবীন ও প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী—নবনিতা নৃত্তিকা দাস, প্রত্যাশা ভৌমিক ও আরাধ্যা দত্ত।

জেলা কালচারাল কর্মকর্তা এস এম টি কামরান হাসান বলেন, “কুমিল্লা জেলা বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়—এটি আমাদের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। বই, কবিতা, গান, আবৃত্তি—সব মিলিয়ে এই মেলা সাহিত্য–সংস্কৃতির সমন্বিত এক উৎসব। তরুণ প্রজন্মকে বইয়ের কাছে ফিরিয়ে আনার ক্ষেত্রেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এর এই আয়োজনকে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সকলে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। বইমেলায় বিক্রেতা, প্রকাশক, লেখক ও পাঠকদের পাশাপাশি সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিতি প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে আবৃত্তির মতো শৈল্পিক পরিবেশনা বইমেলাকে আরও বেশি বর্ণময় করে তুলেছে এবং পাঠকদের বইয়ের পাশাপাশি সাংস্কৃতিক অনুপ্রেরণা দিয়েছে।

আরো দেখুনঃ