বাগমারায় এসিল্যান্ডের সঙ্গে এনসিপির প্রার্থী ফারুকের সৌজন্য সাক্ষাৎ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে এনসিপির এমপি প্রার্থী মীর ফারুক হোসেন বাগমারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূজ্ঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে এনসিপির এমপি প্রার্থী মীর ফারুক হোসেন দলীয় নেতা-কর্মিদের সঙ্গে নিয়ে বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জস্থ ভূমি অফিসের প্রধান কার্যালয়ে গিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূজ্ঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এই অভিনন্দন জ্ঞাপন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাগমারা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও রাজশাহী জেলা যুগ্ন আহবায়ক আলী মূর্তজা, বাগমারা উপজেলা এনসিপিরি যুগ্ন সমন্বয়কারী ও জেলা যুগ্ন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী আল আমিন, এনসিপির বাগমারা উপজেলা আহবায়ক কমিটির সদস্য রিমন খাঁন শফিক ও মোস্তাক ওয়াদুদু বিপ্লব প্রমূখ।

আরো দেখুনঃ