আমি নেতা হতে চাই না জনগণের সেবক হতে চাই হাটগাঙ্গোপাড়ায় জামায়াতের জনসভায়- ডা. বারী

আবু বাককার সুজন, বাগমারা:

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বলেছেন, আমি নেতা হতে চাই না। জনগণের সেবক হতে চাই। জনসেবার মাধ্যমেই আমি সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই।

শনিবার বিকেলে বাগমারার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত রাজশাহী-৪ (বাগমারা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. বারী বলেন, তিনি এমপি নির্বাচিত হলে বিনা অপরাধে কাউকে হয়রানী করা হবে না। বাগমারা থেকে সকল প্রকার দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা হবে। মানুষ নির্ভয়ে রাস্তা-ঘাটে ও হাটে-বাজারে চলাফেরা করতে পারবে। শান্তিতে রাতে ঘুমাতে পারবে।

তিনি আরো বলেন, বিগত দিনে বিভিন্ন দল থেকে এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু বাগমারার উন্নয়নে তারা কোন কাজ করেননি। এ কারণে আজও বাগমারা অবহেলতি রয়েছে। আর অবহেলি এই বাগমারার সমস্ত রাস্তা-ঘাট, শিক্ষা ও কৃষির উন্নয়ন করে এই উপজেলাকে একটি আধুনিক ও উন্নয়নশীল উপজেলায় রুপান্তর করা হবে। এছাড়া আমি এমপি নির্বাচিত হলে হাটগাঙ্গোপাড়াকে একটি পূর্নাঙ্গ উপজেলায় রুপান্তর করা হবে।

জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন জামায়াতের রাজশাহী জেলা নায়েবে আমীর মাও: মো: আব্দুল খালেক।

বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুরে সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জামায়াতের রাজশাহী জেলা সেক্রেটারী গোলাম মুর্তজা, জামায়াতের রাজশাহী জেলা শাখার মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ,ডা: আলমগীর হোসেন,উপজেলা জামায়াতের সূরা সদস্য আশরাফুল হক, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ সেক্রেটারী আইনুল হক, তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহিদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক বাবুল হুসাইন, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন, বাসুপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী ও নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর মমতাজ উদ্দিন প্রমূখ।

আরো দেখুনঃ