খাগড়াছড়িতে তিন দিনব্যাপী চারু–কারুশিল্প ও স্থানীয় শিল্পপণ্যের সমারোহে বিজয় মেলা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা ২০২৫। এবারের মেলায় মোট ১৪টি স্টল অংশ নিয়েছে, যেখানে প্রদর্শিত হচ্ছে চারু, কারুশিল্প, বুননশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত নানান ঐতিহ্যবাহী পণ্য। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে প্রথম দিনেই মেলা প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন ঘোষণা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য অভিধা চাকমা প্রমুখ।

বক্তব্য বক্তারা বলেন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এ বিজয়ের মূল্যবোধকে উজ্জীবিত করার জন্য এই বিজয় মেলা একটি অংশ। দেশিয় সংস্কৃতি ও বিজয়ের মূল্যবোধ মাধ্যমে নতুন প্রজন্মদের গঠন করতে পারি তাহলে উন্নত বাংলাদেশ বির্নিমানে ভুমিকা রাখতে পারবে। আমাদের সংস্কৃতি আমাদেরকে রক্ষা করতে হবে, সংস্কৃতি যত বিকশিত হবে, জাতি ততই সমৃদ্ধি হবে।

স্বাগত বক্তব্য প্রদান করেন নির্বাহী পরিষদের সদস্য ইউসুফ আদনান।

মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে আয়োজিত এই তিন দিনব্যাপী মেলা ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আরো দেখুনঃ