নড়াইলে ওসমান হাদির গায়েবী জানাযা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির জন্য নড়াইলে গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আছর বাদ সদর উপজেলার ভদ্রবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়।

নড়াইলের-১ আসনের সর্বস্তরের বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে গায়েবী জানাযা শেষে ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জানাযার পূবে হামলার সাথে জড়িত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন নড়াইল জেলা এনসিপি সংগঠক নাজমুল হাসান উজ্জল, জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম, নূর ইসলাম সহ অনেকে।

জানাযার নামায শেষে এ ঘটনার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল বের হয়।

আরো দেখুনঃ