আওয়ামীলীগের হামলায় আহত মহিলাদল সভাপতিকে দেখতে হাসপাতালে সাবেক মন্ত্রী কায়কোবাদ।
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা।

তারেক রহমানের দেশে আসা নিয়ে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমি মনে করি তারেক রহমান দেশে আসার দিন ঢাকা আর ঢাকা থাকবে না, মানুষ আর মানুষে অন্য রকম এক ঢাকায় পরিণত হবে।
যদি কেউ বাধা দিতে চেষ্টা করেও সেই বাধা জনগণ অতিক্রম করে ফেলবে। জনস্রোত সেদিন কোনো বাধাই মানবে না।
কায়কোবাদ বলেন, তারেক রহমান ১৭টি বছর বিদেশে থেকেও দলকে সুসংগঠিত রেখেছেন। আগামী ২৫ ডিসেম্বর আমাদের এই প্রিয় নেতা দেশে আসছেন, এতে আমরা আনন্দিত।
আওয়ামীলীগের সন্ত্রাসী হামলায় আহত মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে গতকাল রোববার রাতে কুমিল্লার একটি হাসপাতালে দেখতে এসে কায়কোবাদ এসব কথা বলেন।
অভিযোগ রয়েছে ২১ ডিসেম্বর রোববার উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলায় তারেক রহমান রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকালে তাহমিনা আক্তারকে হত্যার উদ্দেশ্যে মোটর সাইকেলে এসে এ আক্রমণ করেন আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন। আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং ঘাতক মোটরসাইকেল ও তার চালক আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ করে।
খবর পেয়ে আহত মহিলা দলের সভাপতিকে দেখতে আসেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক ৫ বারের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কায়কোবাদ বলেন- কাজী তাহমিনা আমাদের দলের এক নিবেদিত প্রাণ। গত ১৭ টি বছর অন্যায় অত্যাচার সহ্য করে দলের প্রতিটি কাজে সে সক্রিয় ছিল।