সোনাগাজীতে মনগাজী ফাতেমা-করিম স্কুল এন্ড কলেজের উদ্বোধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে শনিবার সকালে মনগাজী ফাতেমা-করিম স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে।

হাফেজ আহমদ করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আহমদ করিমের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেম।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, রেনইবো ফাউন্ডেশনের প্রধা নির্বাহী কর্মকর্তা ড. খন্দকার নাজমুল হক, ফেনী আল জামেতুল ফালাহিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মাহমুদ হক ও সোনাগাজী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিতাই চরণ ভৌমিক।

সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, আল জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কলিম উল্যাহ, সোনাগাজী পৌর সভার সাবেক কাউন্সিলর আবদুল মান্নান, ফাতেমা করিম ফাউন্ডেশনের সদস্য জয়নাল আবেদীন, আল ফারুক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ এসএম বদরুদ্দৌজা, সোনাগাজী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মদ, মাস্টার নিজাম উদ্দিন ও প্রবাসী জহিরুল আবেদীন শরীফ প্রমূখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; হাফেজ আহমদ করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী হাফেজ আহমদ করিমের ব্যক্তিগত অর্থায়নে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি চলতি বছরে প্রতিষ্ঠা করা হয়।

আরো দেখুনঃ