মানিক মিয়াতে লাখো মানুষের ঢল, খুলে দেয়া হলো দক্ষিণ প্লাজা

অনলাইন ডেস্ক।।

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই জানাজায় যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। এরিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ।

প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা মানুষের ভিড় এতটাই বেশি যে, তা মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। ভিড় সামলাতে এবং জানাজা প্রক্রিয়া সহজ করতে বুধবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে।

জানাজায় অংশ নিতে আসা নরসিংদীর আমির হোসেন বলেন, বাড়িতে থাকতে পারিনি। নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ছুটে এসেছি। অন্যদিকে, নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার আবেগের সাথে বলেন, এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কি না জানি না। তাই তাঁকে শেষ বিদায় জানাতে এসেছি।

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে বিজিবি মোতায়েনখালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে বিজিবি মোতায়েন
কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউকানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ
বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউ, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় মোট ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানাজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার রাতেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছিল। এই ঐতিহাসিক জানাজা শেষে মরহুমা নেত্রীর দাফন কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। প্রিয় নেত্রীকে হারানোর শোকে রাজধানীসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রঃ ekattor
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ