নীলফামারীতে প্রথম দিনের যাচাই-বাছাই: ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নীলফামারী প্রতিনিধি।

​নীলফামারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে নীলফামারী-১ ও ২ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নীলফামারীর ৪টি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বৃহস্পতিবার নীলফামারী-১ ও নীলফামারী-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।

​নীলফামারী-১ এই আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ৯ প্রার্থীর কাগজপত্র সঠিক থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

​নীলফামারী-২ (সদর) এই আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৫ জনের আবেদন গৃহীত হয়েছে। তবে প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র বাতিল করা হয়।

​কেন বাতিল করা হলো? জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, বাতিল হওয়া ৩ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের নির্বাচনী এলাকায় মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর বা সম্মতির তালিকা জমা দিয়েছিলেন। কিন্তু যাচাই-বাছাইয়ে সেই তথ্যে গরমিল পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হতাশ হওয়ার কারণ নেই। নির্বাচন কমিশনের নির্ধারিত বিধিমালা অনুযায়ী তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন।

আরো দেখুনঃ