ইসলামপুরে আইড়মারী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার:

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের আইড়মারী উত্তরপাড়ায় অবস্থিত তালিমুল কোরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা-র উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইড়মারী উত্তরপাড়া তালিমুল কোরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ।
আইড়মারী নতুন জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস খান এবং মাদ্রাসা কমিটির সদস্য ইমান আলী।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আব্দুল কুদ্দুস খান বলেন, কোরআন শিক্ষা একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। নূরানী ও হাফেজিয়া শিক্ষার মাধ্যমে শিশুদের নৈতিকতা, শিষ্টাচার ও দ্বীনি মূল্যবোধ গড়ে ওঠে। তিনি মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে অভিভাবকরা জানান।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।