পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাওসিফ নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত তাওসিফ ওই গ্রামের বাসিন্দা আবু তৈয়বের দ্বিতীয় সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটির মা নুসরাত বেগম গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে ঘরে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘক্ষণ সন্ধানের পর বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তিনি। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন।