জুড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

মৌলভীবাজার জেলার জুড়ীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রত্না চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ, রত্না চা-বাগানের ব্যবস্থাপক মোঃ বশির উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার বিদায়ক চক্রবর্তী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সহ অনেকেই।

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটের প্রচারণা এবং ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গণভোট কার্যক্রমের গুরুত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। সফল গণভোট বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরো দেখুনঃ