বিনোদনের আড়ালে অসামাজিক কার্যকলাপ ‘হ্যাপি প্যালেস’ সিলগালা
নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর কিশোরগঞ্জে বিনোদন কেন্দ্রের নামে গড়ে ওঠা ‘হ্যাপি প্যালেস মিনি পার্ক’-এ অনৈতিক ও অসামাজিক কার্যক্রমের দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পার্কটি সিলগালা করার পাশাপাশি এর মালিককে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার রণচণ্ডী ইউনিয়নে অবস্থিত ওই পার্কে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, পার্কটিতে বিনোদনের আড়ালে জনসম্মুখে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন ছিল না বলেও জানা গেছে।
অভিযান চলাকালীন অসামাজিক কাজের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে পার্কটি বন্ধ (সিলগালা) করে দেয়। দণ্ডপ্রাপ্ত পার্ক মালিকের নাম ওয়াজেদুর রহমান, তিনি সোনাকুড়ি গ্রামের হামিদুরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান,এস আই কাজী রিপন।
উপজেলা নির্বাহী অফিসার তানজিম আঞ্জুম সোহানিয়া জানিয়েছেন প্রকাশ্যে অসামাজিক কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আজ এই অভিযান পরিচালনা করেছি। সত্যতা পাওয়ায় পার্ক মালিককে ৬০ হাজার টাকা জরিমানা এবং পার্কটি সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এবং সামাজিক পরিবেশ রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।