সোনারগাঁয়ে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের প্রার্থীতা বহাল

স্টাফ রিপোর্টার,নজরুল ইসলাম শুভ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ)আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো: রেজাউল করিম। মঙ্গলবার (১৩ জানুয়ারী) আপিল রায়ের মাধ্যমে তিনি তার প্রার্থীতা ফিরে পান।

এদিকে, অধ্যাপক রেজাউল করিমের প্রার্থীতা ফিরে পাওয়ায় বাঁধভাঙা আনন্দে মেতেছেন রেজাউল ভক্তরা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ‘আলহামদুলিল্লাহ’ লেখায় ছয়লাব হয়েছে।

এরআগে, উপজেলা বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ক্লিন ইমেচধারী অধ্যাপক মো. রেজাউল করিম। কিন্তু যাচাই – বাছাই পর্বে আয়কর সংক্রান্ত তথ্য পরিপূর্ণ না থাকায় তার মনোনয়ন পত্রটি বাতিল করে দেওয়া হয়। পরে তিনি তার প্রার্থীতা ফিরে পেতে নির্বাচনী রীতিতে নির্দিষ্ট সময়ে আপিল করেন।

আরো দেখুনঃ