বিএনপি প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, ভ্রাম্যমান আদালতে কৃষকদল আহবায়ককে জরিমানা
এম এ কবীর,ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় কৃষকদল নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের বিরুেদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়
অভিযুক্ত কৃষকদল নেতা মকসুদুল মোমিন কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য দেয়ায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
এ বিষয়ে আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকসুদুল মোমিন একটি দোয়া মাহফিলে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের এক প্রার্থীকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেন। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি আমাদের নজরে এলে কৃষক দল নেতা মকসুদুল মোমিনকে ডেকে পাঠানো হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেন।’
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত মকসুদুল মোমিন নিজের ভুল বুঝতে পেরেছেন। অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। ’
এ বিষয়ে জানতে অভিযুক্ত কৃষক দল নেতা মকসুদুল মোমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ভাইরাল হওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানো হবে কি না তা জানা যায়নি।