পীরগঞ্জে কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা ও সিলগালা
পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি কোচিং সেন্টারকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পৌর শহরের “স্টুডেন্ট কেয়ার” নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি নির্ধারিত নিয়ম-কানুন ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। এ অপরাধে কোচিং সেন্টারের মালিক কুলেন চন্দ্র রায়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবির জানান, অধিকাংশ কোচিং সেন্টারের কোনো সরকারি অনুমোদন নেই। এসব কোচিং সেন্টারের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী না হয়ে কোচিংমুখী হয়ে পড়ছে, যা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর। তাই এ ধরনের অবৈধ কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানকালে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন পৌর শহরের বেশিরভাগ কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ সরে যায়।