জামালপুর-২ (ইসলামপুর) আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ
মোঃ মনির হোসেন :

জামালপুর-২ (ইসলামপুর আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী।
সোমবার (২৫ জানুয়ারী) চরগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও মানুষের প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
ড. ছামিউল হক ফারুকী বলেন, দেশে সুশাসনের অভাব, দুর্নীতি ও বৈষম্যের কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। তিনি দাবি করেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের রায় পেলে ইসলামপুর-জামালপুর অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের দায়িত্বশীল কর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাড়া লক্ষ্য করা যায়।