‎নিয়ামতপুরে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা

‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাড়ি ভাঙচুর, আবাসপত্র লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

‎নওগাঁ জেলা মোকামস্থ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলার অভিযোগে জানা যায়, উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মনজুআরা দীর্ঘদিন ধরে তাদের রেকর্ডিয় দলিলমূলে সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

‎ভুক্তভোগীরা বলেন, গত ১৭ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় বাড়ি ছেড়ে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং ব্যাপক ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে অভিযুক্তরা বাড়ি ভাঙচুর করে আবাসপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় ।

‎উক্ত ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা করেন ভুক্তভোগীরা৷ অভিযুক্তরা হলেন মির্জাপুর গ্রামের হারুন রশিদ ভুট্টু, শাফিউল, তাইফুর, আশরাফুল, বাদল, রফিকুল (পচা), রবিউল ও দেলোয়ার।

‎এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, ভাঙচুর করা সম্পত্তি তাদের নিজস্ব এবং তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

‎এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো দেখুনঃ