ইসলামপুরে মানবিক উদ্যোগ: দোয়া মাহফিল শেষে ১২০০ অসহায় মানুষের হাতে কম্বল

মোঃ মনির হোসেন:

জামালপুরের ইসলামপুর উপজেলায় মরহুমা মোছাঃ সাফিয়া বেগমের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আইড়মারী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে মোট ১২০০ পিচ কম্বল বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে পর্যায়ক্রমে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ৫৭ নং ওয়ার্ড টংগী গাজীপুর মহানগর যুবদলের নেতা শাহাবুদ্দিন। এ সময় তিনি বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক কার্যক্রম শুধু দান নয়, এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ কুদ্দুস খাঁন।
সঞ্চালনা বক্তব্যে তিনি বলেন, শীত মৌসুম এলেই সমাজের দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়ে। প্রচণ্ড শীত তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। অনেকেই প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হয়। এই কঠিন বাস্তবতা বিবেচনায় রেখেই যুবদলের পক্ষ থেকে মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, মানবতার পাশে দাঁড়ানো শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে যুবদল এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

কর্মসূচির আয়োজক সবেল শেখ জানান, এলাকার অসহায় মানুষের কষ্টের কথা মাথায় রেখেই ১২০০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন মোঃ কবির হোসেন শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ১১ নং চরপুটিমারী ইউনিয়ন( উত্তর ) শাখা যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক ছামিদুল ইসলাম ছানি,খ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস এম সোরহাব উদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছোরগান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ