হিলি স্থলবন্দরে ঢাকা ব্যাংকের ১০৬তম শাখার উদ্বোধন
হিলি প্রতিনিধি।।
![](https://onnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ঢাকা ব্যাংকের ১০৬তম হিলি শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে অবস্থিত ট্রাক মালিক গ্রুপের নিচতলায় হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই ব্যাংকের হিলি শাখার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ ব্যাংকটির হিলি শাখা ঘুরে দেখেন। স্থানীয় আমদানি রফতানিকারক সিআ্যন্ডএফ এজেন্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, স্থানীয় বিশিষ্ঠ ব্যবসায়ী শেখ শাফী, ব্যাংকের ইভিপি মোসলে সাদ মোহাম্মদ, এভিপি উজ্জল কুমার শাহ, ব্রাঞ্চ ম্যানেজার ফারুক আহম্মেদ, মিজানুর ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের উত্তোরত্তর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।