কুমিল্লায় গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ, বাঙ্গরা বাজার থানা, কুমিল্লা এর নেতৃত্বে এসআই/উগ্যজাই মার্মা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২নং আকুবপুর ইউপির পীরকাশিমপুর ব্রীজের পূর্ব পাশে আকুবপুরগামী পাকা রাস্তার পাশে অবৈধভাবে মাদক দ্রব্য গাঁজা নিয়া যাওয়ার সময় তিনজনকে আটক করে।
আটককৃত আসামী জেলার বাঙ্গরা বাজার থানার গাঙ্গের কোট দঃ পাড়া গ্রামের সাইফুল ইসলাম, পূর্ব জাঙ্গাল(পঃ পাড়া) গ্রামের মোঃ রাহিম, ব্রাহ্মনবাড়িয়া জেলা কসবা থানার শিমরাইল গ্রামের রনজিদ দাশ। এসময় তাদের সাথে থাকা ১৮(আঠার) কেজি গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।