রাজশাহীর-৪, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক শনিবার সারা দিনব্যাপী ইউনিয়ন পর্যায়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ও রাস্তার মোড়ে মোড়ে সংক্ষিপ্ত পথসভা করেছেন। তবে পূর্ব কোনো প্রস্তুতি বা ঘোষণা না থাকলেও সংক্ষিপ্ত এই পথসভাগুলোয় তৃণমূল পর্যায়ে নারী নেতৃবৃন্দ ও দলীয় নেতা-কর্মিসহ সাধারণ মানুষের ঢল নামে। এতে প্রমাণ হয়, এমপি এনামুল হকের এইসব পথসভা যেনো এক একটা বিশাল জনসভায় পরিনত হয়েছে।
শনিবার বিকেলে গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া মোড়ে অনুষ্ঠিত পথসভায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ইউনিয়নের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া ইউনিয়নের রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নের দাবির কথা তুলে ধরে বিশেষ অতিথি হিসাবে জোরালো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক আল মামুন প্রামানিক।
গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কছিমুদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়া আবুল, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হকসহ আরো অনেকে।
এর আগে এমপি এনামুল হক আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়ায়, গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ বাজারে এবং সন্ধ্যায় বাসুপাড়া ইউনিয়নের জোতিনগঞ্জ বাজারে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পথসভাগুলোও যেনো এক একটা বিশাল জনসভায় পরিনত হয়।