কুমিল্লায় র‌্যাব এর অভিযানে বিপুল পরিমান গাঁজা’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইফুল ইসলাম।।

কুমিল্লায় ৯৬ কেজিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। জেলার কোতয়ালী মডেল থানার হাউজিং এষ্টেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১লা আগষ্ট) র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, ৩১ জুলাই( বুধবার) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার হাউজিং এষ্টেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ জামাল উদ্দিন (৫২) মোঃ ইউসুফ মিয়া (৪০) এবং মোঃ আবু বক্কর (২২) নামে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদের সাথে থাকা ৯৬ কেজি গাঁজা, মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি জীপ গাড়ি উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা, চট্টগ্রাম ও অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র‌্যাব।

আরো দেখুনঃ