কুমিল্লা চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ১০কেজি গাঁজা, ৫০ টি গাঁজার রোল ও মাদক বিক্রয়ের নগদ দুই হাজার তিনশত টাকা সহ ৩জনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউপির ছুপুয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে ট্রাক হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে ৫০ টি গাঁজার রোল ও মাদক বিক্রয়ের নগদ দুই হাজার তিনশত টাকাসহ দুই জনকে গ্রেফতার করে । পরে আরেকটি অভিযানে মহাসড়কের হাড়িসর্দার এলাকা থেকে ১০কেজি গাঁজাসহ আরোও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ধনুসাড়া উত্তরপাড়া গ্রামের জালাল উদ্দিন, অলিপুর গ্রামের রবিউল হোসেন রবিন, নারায়নগঞ্জের রাম গোবিন্দ গাওঁ গ্রামের মফিজ উদ্দিন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।