সাইফুল ইসলাম।।
কুমিল্লায় প্রকাশ্যে দিনের বেলায় কুপিয়ে ও ছুরিকাঘাত করে ডা. জহিরুল হক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে কুমিল্লায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা । বুধবার (২৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এক্সেস রোডের হাজী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ মোঃ সালাউদ্দীন মোর্শেদ ভূইয়া পাপ্পুর স্ত্রী ২নং এজাহারনামীয় আসামী রোকসানা আলম সুমি, তাদের ছেলে এজাহারনামীয় ৩নং আসামী মোঃ আরহাম আজিজ এবং ৪নং আসামী আহনাফ আজিজ।
বৃহস্পতিবার (২৬শে অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় সিলভার শাপলা টাওয়ার ভবনের ফ্ল্যাটের মালিক শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হকের সঙ্গে ভবনের পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে ওই ভবনের আরেক ফ্ল্যাট মালিক সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পুর বিরোধ চলে আসছিল। এর জেরে গত শনিবার বেলা দেড়টার দিকে পাপ্পুসহ তার লোকজন ডা. জহিরুল হক ও তার স্ত্রীকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে আহত করে। আহত ডা. জহির সোমবার সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পুকে প্রথমে গ্রেপ্তার করা হয়।