দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে ৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে নিজ আস্তানায় নিয়ে ধর্ষণ করার অভিযোগে কথিত ভন্ডপীর ইকবাল হোসাইনকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত শরাফত আলীর পুত্র। অভিযোগ রয়েছে কথিত এই পীর ভক্তদের অন্ধবিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পেয়েছে র্যাব। সোমবার (১৯ জুন) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী ইকবালের বাড়ির পাশের মাঠে খেলতে গেলে তাকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে তার আস্তানায় ডেকে নিয়ে যান। এরপর শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে বাড়ি গিয়ে ওই শিশুটি তার মাকে বিষয়টি অবহিত করে। ব্যথা তীব্র হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শুরুতে ইকবাল এবং তার অনুসারীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতিও দেখায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঘটনার ৪ দিন পর থানায় মামলা দায়ের করেন। খবর পেয়ে গ্রেফতার এড়াতে নিজ আস্তনা ছেড়ে আত্মগোপনে চলে যান কথিত পীর। দেবীদ্বার থানার অফিসার ইনর্চাজ কমল কষ্ণ ধর আটকের বিষয় নিশ্চিত করে বিকাল পোনে ৫টায় বলেন, আসামী এখনও আমাদের কাছে হস্তান্তর করেনি।
এসকেডি/অননিউজ