কুমিল্লায় ব্রান্ড শপ, ফল ও ইফতারি বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা নগরীর ঝাউতলা, বাদুরতলা ও নিউমার্কেট এলাকার পোশাকের ব্রান্ড সপ, ফল ও ইফতারি বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় বিদেশী পণ্যে আমদানি কারকের স্টিকারবিহীন নিজেদের মতো মূল্য বসিয়ে বিক্রি, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও অন্যায্য মূল্যে ফল বিক্রির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com