কুমিল্লার দূর্গাপুর থেকে ১০৬ কেজি গাঁজাসহ মো: মাসুককে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে শনিবার দিবাগত রাত ২টায় ২নং উত্তর দূর্গাপুর ইউপিস্থ আড়াইওড়া রেললাইনের পশ্চিমের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে ঘরের সিড়ির নিচ ও ছাদের উপর পানির ট্যাংকির পাশ থেকে ৫টি বস্তায় বিশেষ কায়দায় স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কুমিল্লার কোতয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মাসুক ও পলাতক আসামী শাহিনুর আক্তারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী মাসুদ প্রকাশ মাসুকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পূর্বের ৭টি মাদক মামলা বিচারাধীন ।