প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লানিউজওয়ানের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দারোগাবাড়ি ও মাজারের সামনে শতাধিক মানুষের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হয়। কুমিল্লানিউজওয়ানের উপদেষ্টা আশরাফ হোসেন খোকা (প্রবাসি) ও পারভেজ হোসেনের সার্বিক সহযোগীতায় ইফতার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লানিউজওয়ানের সম্পাদক রাজিব বণিক, নির্বাহী সম্পাদক জেনিফার পলি, কুয়াশা ক্রিয়েশান এর কর্ণধার পারভেজ সুমন, মিন খান, আজার উদ্দিন ইথার, লিটন, তাপস, মহাসিন আলম, সুমি, অননিউজ২৪ এর সুমন চিশতী
প্রমূখ।
কুমিল্লানিউজওয়ান এর সম্পাদক রাজিব বণিক, বলেন সব সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে আমরা কাজ করছি এছাড়া উৎসাহ ও সহযোগীতা পেলে সামনে আরো ভালো কিছু করবো। এসময় কুমিল্লানিউজওয়ানের সদস্যরা শতাধিক সুবিধা বঞ্চিত রোজাদাদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করেন।